• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

‘জনগণ সচেতন না হলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০৪:২৫ পিএম
‘জনগণ সচেতন না হলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। ছবি : সংবাদ প্রকাশ

আইন না মানলে দুর্ঘটনা ঘটবে বলে মন্তব্য করেছেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। তিনি বলেছেন, “জনগণ সচেতন না হলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়।”

রোববার (২১ এপ্রিল) রাজধানীর বনানী বিআরটিএ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ঈদযাত্রার বিষয়টি তুলে ধরে নুর মোহাম্মদ মজুমদার বলেন, “গতবারের চেয়ে এবারের ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে। আইন প্রয়োগে কোনো বাঁধা কোনো সময় ছিল না, এখনো নেই। আমরা আইন প্রয়োগের ক্ষেত্রে যৌথ অভিযান শুরু করেছি।”

বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, “ঢাকা শহরে লক্কড়-ঝক্কড় যে বাসগুলো চলছে, সেগুলো নিয়ে পরিবহন মালিক সমিতির সঙ্গে আলোচনা হয়েছে। তারা এরকম কিছু বাস তুলে নিয়েছে। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ বাস থাকবে না বলেও পরিবহন মালিক সমিতি থেকে ওয়াদা দিয়েছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!