• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আ.লীগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪, ০৯:৫১ এএম
কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আ.লীগ
বৈঠক করতে প্রবেশ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে প্রবেশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগে দলটির নেতারা হোটেলে উপস্থিত হন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত অংশ নিয়েছেন।

এছাড়া প্রধানমন্ত্রী জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বৈঠকে উপস্থিত হয়েছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!