• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শেখ হাসিনার আগেই আ.লীগের যেসব নেতা দেশ ছেড়েছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ১০:১৮ এএম
শেখ হাসিনার আগেই আ.লীগের যেসব নেতা দেশ ছেড়েছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রক্তক্ষয়ী আন্দোলনের পর এক দফা দাবির জনরোষের মুখে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনার দেশ ত্যাগের আগেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা দেশ ছেড়েছেন।

এদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শায়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসানও রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের আগেই আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা, আইনপ্রণেতা ও মন্ত্রী দেশ ছাড়েন।

রোববার (৪ আগস্ট) রাতে দেশত্যাগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং সংসদ সদস্য সালমান এফ রহমানও রোববার রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে তার কাছের কয়েকজন জানিয়েছেন। তবে তিনি কোন দেশে যাচ্ছিলেন তা নিশ্চিত করতে পারেনি সূত্রগুলো।

রোববার সকালে বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন বলে বিমানসূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জের বিতর্কিত সংসদ সদস্য শামীম ওসমানও গত সপ্তাহের শেষের দিকে দেশ ছেড়ে পালিয়ে যান। সূত্র : টিবিএস

Link copied!