• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

আ. লীগের বিজয় শোভাযাত্রা শনিবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৮:১৬ পিএম
আ. লীগের বিজয় শোভাযাত্রা শনিবার

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে শনিবার (১৭ ডিসেম্বর) ‘বিজয় শোভাযাত্রা’ করবে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি দুপুর আড়াইটায় শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হবে।

রাজধানীর পাশাপাশি সারা দেশে একযোগে এই ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Link copied!