• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

কাউন্সিলের মূল প্রতিপাদ্য ঠিক করল আ.লীগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০৭:১৭ পিএম
কাউন্সিলের মূল প্রতিপাদ্য ঠিক করল আ.লীগ

‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ দলের ২২তম জাতীয় কাউন্সিলের মূল প্রতিপাদ্য ঠিক করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে সম্মেলনের মঞ্চ পরিদর্শন শেষে অর্থ-উপকমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য কাজী জাফর উল্লাহ এ কথা বলেন।

কাজী জাফর উল্লাহ বলেন, “আওয়ামী লীগের কাউন্সিলে কমপক্ষে এক লাখ লোকের সমাবেশের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের এবারের কাউন্সিলের প্যান্ডেলটা ‘ল’ শেপ হবে। এতে ৩০ থেকে ৩৫ হাজার লোকের বসার আয়োজন থাকবে। কাউন্সিলে মঞ্চটা হবে নৌকার আদলে।”

কাজী জাফর উল্লাহ আরও বলেন, “গতবার আমাদের সম্মেলন ছিল দুই দিনব্যাপী। এবার এক দিনের সম্মেলন হবে। প্রথম অধিবেশনের পরে দ্বিতীয় অধিবেশনের আগে নামাজ ও খাওয়ার জন্য একটা বিরতি হবে। তারপরই আমাদের দ্বিতীয় অধিবেশনে ৭ হাজার কাউন্সিলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি করা হবে। সেই অপেক্ষায় আমরা সবাই থাকব।“

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!