কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের এক কর্মীকে ‘গণধোলাই’ দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। তার নাম মো. শিহাব।
বুধবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এ ঘটনা ঘটে।
মো. শিহাব কবি নজরুল সরকারি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। এ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের অনুসারী শিহাব।
শিক্ষার্থীরা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনেযুক্ত থাকা শিক্ষার্থীদের হুমকি দিয়েছেন শিহাব। এ ছাড়া কলেজ ক্যাম্পাসে অবস্থানকালে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করতেন তিনি।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কবি নজরুল সরকারি কলেজ শাখার এক সমন্বয়ক গণমাধ্যমকে বলেন, “যেসব শিক্ষার্থী ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়েছে, তারা আজ ক্ষিপ্ত হয়ে এই ছাত্রলীগকর্মীকে মারধর করেছে। পরবর্তীতে আমরা তাকে সূত্রাপুর থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছি।”
এদিকে, গণধোলাইয়ের সময় মাদক ব্যবসা ও বহিরাগতদের নিয়ে মাদক সেবনের কথা অবলীলায় স্বীকার করেছেন শিহাব। এ ছাড়া পুরান ঢাকায় বাস ও ট্রাক থেকে চাঁদা ওঠানোর কথাও স্বীকার করেছেন তিনি।





























