• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে ওএসডি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৩:৪৯ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে ওএসডি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাহিদুল ইসলাম ভূঞাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গতকাল ১১ জন সচিবের চুক্তি বাতিল করে সরকার। তার আগে বর্তমান অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে, চুক্তি ভিত্তিতে নিয়োজিত সব কর্মকর্তার চুক্তি বাতিল করা হবে।

এর আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। ৭ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!