ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কে এইচ মাহিদ উদ্দিন জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের কাউকে আগামী ৪ সপ্তাহ সড়কে বসতে দেবে না পুলিশ। এরপরও যদি কোনো শিক্ষার্থী সড়ক অবরোধ করে জনদুর্ভোগ করেন, তাহলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানিয়েছেন তিনি।
কে এইচ মাহিদ উদ্দিন বলেন, “তারা গত ১০ দিন ধরে রাস্তায় ছিল। আমরা তাদের সমস্যাগুলো বিবেচনা করেছি। কিন্তু তারা যদি এখন আমাদের আহ্বান না মানেন, তাহলে সেটা হবে অপরাধ।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের প্রতি আমাদের সহানুভূতি ও ভালোবাসা আছে। তবে উচ্চ আদালতের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি না দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।”
“আমি মনে করি, সুপ্রিম কোর্টের সর্বশেষ আদেশ শিক্ষার্থীদের পক্ষে” বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গ, গতকাল বুধবার মুক্তিযোদ্ধা কোটাসহ বিদ্যমান কোটাপদ্ধতি পুনর্বহালের হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আদালতের এই আদেশের ফলে চাকরিতে কোটা পদ্ধতি থাকছে না চার সপ্তাহ। অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটাসহ বিদ্যমান কোটাপদ্ধতি বাতিল করে ২০১৮ সালে সরকার যে পরিপত্র জারি করেছিল, তা বহালই রয়েছে।





























