ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শুক্রবার (৭ জুন) মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ঈদুল আজহা উদ্যাপনের তারিখ নির্ধারণে শুক্রবার (৭ জুন) মাগরিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে। সেখানে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আজহা উদ্যাপিত হবে বলে বৃহস্পতিবার (৬ জুন) জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানান, বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (৭ জুন) পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। সে হিসাবে ১৬ জুন ঈদুল আজহা উদ্যাপিত হবে।
সাধারণত সৌদির এক দিন পরই বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। এই হিসেবে ১৭ জুন বাংলাদেশে ঈদুল আজহার প্রথম দিন হওয়ার সম্ভাবনা বেশি।






























