চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী শেখ হাসিনার মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। তার জন্ম ১৯৫২ সালে, পেশায় ব্যবসায়ী। আওয়ামী লীগের দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ও শহীদুজ্জামান সরকারের নামও শোনা যাচ্ছে।
মন্ত্রিসভায় নতুন সদস্যদের সংখ্যা ৭ থেকে ৯ জন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুনদের দু-একজন টেকনোক্যাট সদস্য যুক্ত হতে পারেন। এরই মধ্যে কিশোরগঞ্জের এক সাবেক সরকারি কর্মকর্তার নির্বাচনী এলাকায় তার কর্মী-সমর্থকরা উল্লাস প্রকাশ করছেন বলে জানা গেছে। যিনি গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি।
আলোচনায় যে নারীরা
গত বুধবার সংরক্ষিত নারী আসনের ৫০ সংসদ সদস্য শপথ নিয়েছেন। তাদের মধ্য থেকে কয়েকজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।
ডা. রোকেয়া সুলতানা, শামসুন্নাহার চাঁপা, ওয়াসিকা আয়েশাসহ কয়েকজনের নাম আলোচনায় আছে বলে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ সূত্রগুলো বিভিন্ন জায়গায় আভাস দিয়েছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হতে যাচ্ছে। আজ শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হতে পারে।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে ৩৭ সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর বাইরে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























