দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ওআইসিভুক্ত ১৬টি দেশের রাষ্ট্রদূত। মঙ্গলবার (৯ জানুয়ারি) গণভবনে ওআইসি এবং নিজ নিজ দেশের পক্ষে অভিনন্দন জানান তারা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, প্যালেস্টাইন, মরক্কো ও পাকিস্তানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
বার্তায় জানানো হয়, স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ওআইসির রাষ্ট্রদূতেরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ওআইসির সদস্যরাষ্ট্র হিসেবে আগামী দিনে বাংলাদেশ আরও ফলপ্রসূ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ওআইসির অভিনন্দন জানাতে আসা রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান। আগামী দিনগুলোতে ওআইসিভুক্ত দেশগুলো বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























