ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টায় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এর আগেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়।
সকাল সাড়ে ১০টায় সমাবেশ মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন প্রমুখ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো দলে দলে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সমাবেশ করছে আওয়ামী লীগ।
































