নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে সাভারের আমিনবাজারে হতে যাওয়া সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। এ ঘটনায় দলটি তাদের সমাবেশ স্থগিত করেছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়।
নিপুন রায় বলেন, “আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে।”
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ার ফলে আজকের ঘোষিত সমাবেশ ঢাকা জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক স্থগিত করেছেন। সোমবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে ঢাকা জেলা বিএনপির নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নেবেন এ সমাবেশ কখন, কোথায় হবে।





























