রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (৭ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের সময় তাদের কাছে থেকে ১২ হাজার ৪৬০ পিস ইয়াবা, ১১৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন ও ২২ কেজি ৮৩৯ গ্রাম ১১ পুরিয়া গাঁজা জব্দ হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।