• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

এবি ব্যাংকের সাবেক এমডিসহ ৪ জন কারাগারে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৭:২৩ পিএম
এবি ব্যাংকের সাবেক এমডিসহ ৪ জন কারাগারে

জাল কার্যাদেশ এবং অবৈধ ব্যাংক গ্যারান্টি প্রদানের মাধ্যমে ১৭৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দায়ের করা মামলায় এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম আহমেদ চৌধুরীসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। জামিন দেওয়া হয়েছে ব্যাংকের দুই কর্মকর্তাকে।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন।

অন্য যাদের কারাগারে পাঠানো হয়েছে, তারা হলেন ব্যাংকটির সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি) খন্দকার রাশেদ আনোয়ার, সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম ও এমারত হোসেন ফকির। আর জামিন দেওয়া হয়েছে ব্যাংক কর্মকর্তা ওয়াসিকা আফরোজী ও সালমা আক্তারকে। 

দুদকের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ ২০২১ সালের ৮ জুন মামলাটি দায়ের হয়। মামলায় এবি ব্যাংকের সাবেক দুই এমডি মসিউর রহমান চৌধুরী, শামীম আহমেদ চৌধুরীসহ ১৭ জনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর ছয় আসামি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে তাঁরা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে জামিন শুনানির জন্য গতকাল দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং দুজনকে নারী বিবেচনায় জামিন দেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!