চ্যানেল আইয়ের জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৯ আগস্ট) বিএফআইইউর পক্ষ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
বিএফআইইউ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জিল্লুর রহমানের ব্যাংক হিসাব, কার্ডে জমা অর্থ, বিদেশ থেকে অর্থ জমা ও উত্তোলনসহ সব ধরনের তথ্য পাঠাতে হবে। একই সঙ্গে তার প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ব্যাংক হিসাবও চাওয়া হয়েছে। জিল্লুর রহমান সিজিএসের নির্বাহী পরিচালক।
সাধারণত কারও বিরুদ্ধে অর্থ পাচার, মানি লন্ডারিংসহ কোনো অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পেলে তা যাচাই করতে বিএফআইইউ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করে থাকে। আবার অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা অন্য কোনো সরকারি সংস্থার প্রয়োজনেও তথ্য নিয়ে থাকে।
বিএফআইইউ স্বতন্ত্র ইউনিট হলেও এটি পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের অধীনে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই ইউনিটের রিপোর্টিং প্রধান।