• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩৮


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ১২:১৪ পিএম
বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তথ্যটি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, “আটকদের কাছ থেকে ৩২ হাজার ৮৮৯ ইয়াবা, ১৬৫ গ্রাম হেরোইন, ৩ বোতল বিদেশি মদ, ২৬ বোতল ফেনসিডিল ও ৪৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।”

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!