ডিএমপির নতুন কমিশনার গোলাম ফারুক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ০১:২২ পিএম
ডিএমপির নতুন কমিশনার গোলাম ফারুক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে পুলিশ স্টাফ কলেজের রেক্টর খন্দকার গোলাম ফারুককে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আগামী ২৯ অক্টোবর থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

বর্তমান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ৩০ তারিখ। বুধবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে তাকে সরকারি চাকরি থেকে অবসরের এক প্রজ্ঞাপন জারি করে।

Link copied!