রাজধানীর বনানীতে রেডিমিক্স বহনকারী ট্রাকের চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর। রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাক চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।