• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

রাজধানীতে গাঁজা ও ইয়াবাসহ ১৬ জন গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০২:৩৪ পিএম
রাজধানীতে গাঁজা ও ইয়াবাসহ ১৬ জন গ্রেপ্তার
গ্রেপ্তার। ফাইল ফটো

রাজধানীতে মাদকদ্রব্য বহন ও সেবনের অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (৫ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সময় তাদের কাছ থেকে ৪ কেজি ৫৩০ গ্রাম গাঁজা ও ১ হাজার ১৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!