• ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২, ১৬ রবিউস সানি ১৪৪৭

গণপিটুনি ও কুপিয়ে ৮ জনকে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৯:৫৬ এএম
গণপিটুনি ও কুপিয়ে ৮ জনকে হত্যা

নরসিংদীর শিবপুরে গণপিটুনিতে সাইফুল নামের এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনে তাকে মারধরের ঘটনা ঘটে। এ ছাড়া মাদক কারবারসহ নানা দ্বন্দ্বে দেশের বিভিন্ন স্থানে কুপিয়ে, পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে অন্তত সাতজনকে। রাজধানীতে বাসা থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর বাইরে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গণপিটুনিতে যুবক নিহত

শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে মনোয়ার হোসেন রানার ফার্মেসিতে শুক্রবার মধ্যরাতে চুরির ঘটনা ঘটে। আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে ফার্মেসি মালিক রানা ঘটনাস্থলে যান। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল (৩০) নামে এক যুবককে চুরির অভিযোগে আটক করে পিটুনি দেন। আহত অবস্থায় তাঁকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। সাইফুল উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী গ্রামের আলী হোসেনের ছেলে। 

যুবককে কুপিয়ে খুন

রাজশাহীর চারঘাটে লালন আলী (৩৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। তিনি চক মুক্তারপুর গ্রামের লাবান আলীর ছেলে। জানা গেছে, লালনের সঙ্গে একই এলাকার ইয়াসীন আলীর ছেলে উজ্জ্বল আলী, আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ আলী ও আক্কাস আলীর ছেলে দুলাল আলীর মাদক কারবার নিয়ে দ্বন্দ্ব চলছিল। কিছুদিন আগে পদ্মা নদীর চর থেকে ৩০০ বোতল ফেনসিডিল হারিয়ে গেলে প্রতিপক্ষরা লালনকে দায়ী করে। শুক্রবার ভোররাতে চারঘাট পৌরসভাধীন চক মুক্তারপুর কুবাজের মোড়ে উভয় পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে লালনকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। 

জমির বিরোধে পিটিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে শাকিল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে সিংশ্রী বাজারের পাশে দক্ষিণ খাগাইল গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মামা সোহরাব হোসেন ধামরাই থানায় ১২ জনকে আসামি করে মামলা করেছেন। তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীতে বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামের এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। লালবাগ থানার এসআই শহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে লালবাগ জমজম টাওয়ারের একটি বাসা থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির গলায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সময় বাসায় ছিলেন নজরুলের স্ত্রী ফাহিমা শারমিন, সন্তান ও শাশুড়ি। তিনি সেখানে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। নজরুল ইমামবাগ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্যাশিয়ার পদে চাকরি করতেন।

এসআই জানান, পরিবারের দাবি, নিহত নজরুল নিজেই বঁটি দিয়ে নিজের গলায় আঘাত করেন। তবে পরিবারের সদস্যরা বাসায় থাকতে এমন ঘটনা কীভাবে ঘটল, সেটা নিয়ে তদন্ত চলছে।

ব্যবসার দ্বন্দ্বে অংশীদার খুন

রাজধানীর চকবাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে আমির লাল সর্দার (৫০) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় নিহতের ব্যবসায়ী অংশীদারসহ কারখানার কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আমির বরিশালের গৌরনদী উপজেলার তালেব সর্দারের ছেলে। তিনি কালীবাড়ির প্যাকেজিং ফ্যাক্টরিতে পরিবার নিয়ে থাকতেন।

শুক্রবার মিটফোর্ড কালীবাড়ি এলাকায় আমির লালের কর্মস্থলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে রাতে অবস্থায় মারা যান। নিহতের ছোট ভাই পারভেজ চকবাজার থানায় হত্যা মামলা করেছেন।

কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে ফরহাদ হোসেন নামে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে ফরহাদ উপজেলার সোনালিয়া আবু মার্কেট এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ পেছন থেকে ওই এলাকার মতিয়ার রহমান তাঁকে এলোপাতাড়ি কোপ দেয়। পরে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মতিয়ার রহমান এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত। 

গ্যারেজের মালিককে পিটিয়ে খুন

কক্সবাজারের চকরিয়ায় গিয়াস উদ্দীন নামের এক অটোরিকশার গ্যারেজের মালিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সকালে পৌর এলাকার ছিদ্দীক পেট্রোল পাম্পের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া চকরিয়ার ফুলতলা এলাকায় জমি নিয়ে বিরোধে গতকাল সকালে প্রতিবেশী খোকা মিয়ার ছুরিকাঘাতে সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ হারুন নিহত হয়েছেন।

বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারের তিনগাঁও এলাকা থেকে সারনা বেগম (৭৫) নামে বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি। পুলিশ জানিয়েছে, সারনা বেগম তিনগাঁও এলাকার একটি মেসে রান্না করে দিতেন। শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয়রা ওই ভবনের ছাদে তাঁর মরদেহ দেখতে পান। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বঁটি উদ্ধার করা হয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

কৃষক দল নেতার মরদেহ উদ্ধার

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের এক দিন পর মোবারক আলী নামে কৃষক দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবারক টেপামধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শুক্রবার রাতে প্রতিবেশী নজরুল ইসলামের বাড়ির পেছন থেকে তাঁর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা মমেনা খাতুন বাদী হয়ে সাতজনের নামসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে মোবারক আলী নিখোঁজ ছিলেন। 

যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের তিন দিন পর আলমগীর হোসেন আলীম (৩২) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার সংগ্রামকালী বাজারের পাশের একটি জঙ্গলের ডোবায় মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আলমগীর বুধবার রাতে সংগ্রামকালী বাজারে আতাবুরের দোকানে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ। নিহতের চাচাতো ভাই শাহ আলমের অভিযোগ, স্থানীয় দোকানি আতাবুর, সাইদুল, মাসুদ ও সাদেক মাদক কারবারের সঙ্গে জড়িত। আলমগীর এসবের প্রতিবাদ করতেন। এ কারণে চক্রটি তাঁকে হুমকি দিত।

এদিকে নরসিংদীর পলাশে নিখোঁজের এক দিন পর গণি মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সকালে ঘোড়াশাল স্টেশনের রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি তিন মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। নিহতের বড় ভাই মনির হোসেন জানান, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন গণি মিয়া।

চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াছিন আরাফাত (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দক্ষিণ চরপাড়া আলিয়া মাদ্রাসার পাশের খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আরাফাত দক্ষিণ চর পাড়ার সৌদিপ্রবাসী আবুল কালামের ছেলে ও পৌরসভার খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। আরাফাতের চাচা মহিউদ্দীন মিন্টু জানান, বৃহস্পতিবার বিকেলে আরাফাত মাদ্রাসা থেকে বের হয়ে বাড়িতে ফেরেনি। সূত্র: সমকাল

Link copied!