• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

জয় নিয়ে আবিদ-সাদিক দুজনই আশাবাদী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:১৯ এএম
জয় নিয়ে আবিদ-সাদিক দুজনই আশাবাদী
আবিদুল ইসলাম খান ও আবু সাদিক কায়েম। ছবি কোলাজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম। মঙ্গলবার সকালে ক্যাম্পাসে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট প্রদানের পর তিনি এ অভিযোগ করেন।

সাদিক কায়েম আরও বলেন, কোন কোন প্যানেল কেন্দ্রের বাইরে ডেস্ক বসিয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভোটের সুষ্ঠু পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকলে প্রায় সব শিক্ষার্থী ভোট দিতে পারবে। নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দেন সাদিক কায়েম।

এদিকে সকালে কার্জন হল পরিদর্শন শেষে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, একটা দীর্ঘ সময় পর গণতন্ত্রের দার উন্মোচিত হতে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগের সুযোগ হচ্ছে। শিক্ষার্থীরা যথাযথ নেতৃত্বকে বেছে নেবে, সেটিই তাদের কাছে আকাঙ্ক্ষা।

পরে সকালে উদয়ন স্কুল কেন্দ্রে ভোটদান শেষে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম জানান, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে আপাতত কোনো অভিযোগ নেই। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

সকাল ৮টায় শুরু হয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রের আঙিনায় প্রবেশ করবেন, যত সময়ই লাগুক, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!