• ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২, ২০ সফর ১৪৪৬

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কারামুক্ত 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৯:৫৯ এএম
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কারামুক্ত 
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

আওয়ামী লীগ নেতা ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম জানান, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে মোশাররফ হোসেন জামিনে কারামুক্ত হয়েছেন।

গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মোশাররফ হোসেনের বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে। সর্বশেষ পল্টন থানার মামলায় জামিন পাওয়ার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে সংবিধান প্রণেতাদের মধ্যে তিনি একজন।

Link copied!