• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিএনপির প্রার্থী তালিকায় নেই রিজভীর নাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৮:৩৬ পিএম
বিএনপির প্রার্থী তালিকায় নেই রিজভীর নাম
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে এ তালিকায় জায়গা পাননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, দলটির সবচেয়ে জনপ্রিয় এবং বারবার কারা নির্যাতিত ও ফ্যাসিস্ট আন্দোলনের অন্যতম নেতৃত্বাধীন নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলে জানা গেছে। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। তবে বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি সেই তালিকায় রিজভী আহমেদের নাম দেখা যায়নি। 

দলের একটি বিশেষ সূত্র জানায়, রিজভী আহমেদ মনোনয়ন অবশ্যই পাবেন। তবে সেখানে নাম না থাকাই অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।

Link copied!