• ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২, ২০ সফর ১৪৪৬

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৯:৩৯ এএম
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ
বেগম খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এবারের জন্মদিনে নেতা-কর্মী ও সমর্থকদের কেক না কেটে আল্লাহর দরবারে দোয়া করার পরামর্শ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। 

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সাবেক এই প্রধানমন্ত্রীকে কারারুদ্ধ করেন শেখ হাসিনা। উচ্ছেদ করেন সেনানিবাসের বাড়ি থেকে। অসুস্থ খালেদা জিয়াকে আটকে রাখা হয় কারাগারে। বিচারের নামে হয়রানির পরও আপস করেননি খালেদা জিয়া।

স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালে কয়েকজন বিপথগামী সেনাসদস্যের গুলিতে শহীদ হলে বিএনপির হাল ধরেন খালেদা জিয়া। নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তিনি হয়ে ওঠেন ঐক্যের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে আপসহীন নেত্রী হিসেবে আখ্যা দেওয়া হয়। ১৯৯১ সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এ পর্যন্ত তিন দফায় প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।

Link copied!