• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না: হেফাজতের আমির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৪:১৪ পিএম
আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না: হেফাজতের আমির

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াতে ইসলামী ভণ্ড ইসলামি পার্টি; সহি ইসলামি পার্টি না। এটা শুধু আমি বলছি না, মুরুব্বিরাও বলে গেছেন।

সোমবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সেখানে হেফাজতের আমির বলেন, জামায়াতে ইসলামীর ইসলাম হলো মওদুদীর ইসলাম। আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না।

তিনি আরও বলেন, তারা মদিনার ইসলাম নয়, মওদুদী ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াতে ইসলামকে ইসলামি দল মনে করি না।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াহইয়া, মাওলানা ইরশাদ ভূজপুরী, মাওলানা মাহমুদ শাহ, গোলাম রাব্বানি, মাওলানা হাফেজ শোআহব, মাওলানা মুফতি খালেদ, মুজিবুর রহমান ও মাওলানা নোমান।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!