জোর করে চাঁদাবাজি করতে গেলেতো আবার আমরা আওয়ামী লীগ হয়ে গেলাম বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জোর করে নয়, ভালোবেসে জনগণের ভোট নিতে হবে।
বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় দলের সদস্য নবায়ন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
১৭ বছরের রাজনৈতিক নিপীড়নের কথা তুলে ধরে ফখরুল বলেন, “এই দীর্ঘ সময়ে মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের একমাত্র চাওয়া গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া। আমাদের আন্দোলন সেই অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই।”
তারেক রহমান ও প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গেও কথা বলেন ফখরুল। তিনি বলেন, “এ ধরনের বৈঠক রাজনীতিতে বিরল। তবে বৈঠক নিয়ে অনেকে অসন্তুষ্ট।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “যারা নির্বাচন চায় না, তারা জানে নির্বাচন এলে যেসব সুযোগ-সুবিধা এখন পাচ্ছে, তা আর পাবে না। তাই তারা বাধা তৈরি করছে।”
মির্জা ফখরুল বলেন, “ফ্যাসিবাদবিরোধী দলগুলোর নেতারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ায় আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, তা আমরা আজ ভুলে যাচ্ছি।”
 
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    -20251029103315.jpeg) 
                                                     
                                                    




























