নারীকেন্দ্রিক সংগঠন ‘উইমেন বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজন করতে যাচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে ‘হেলদি ফুড ফেস্ট’ সিজন-১। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের ‘রেড সান ডে কেয়ার এন্ড প্রি স্কুল’ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে এই ফেস্ট।
জানা গেছে, প্রায় ৫০ জন নারী তাদের নিজের হাতের রান্না করা প্রিয় খাবার নিয়ে এই আয়োজনে অংশগ্রহন করবেন। আয়োজকরা জানিয়েছেন, এইদিন সকাল ১০টা থেকে শুরু হবে এই মেলা। 
‘হেলদি ফুড ফেস্ট’-এ অতিথি হয়ে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব, সদস্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফিতা কেটে মেলার উদ্বোধন করবেন উইমেন বাংলাদেশ ফাউন্ডেশন সভাপতি, বিশিষ্ট সমাজ সেবিকা, শিক্ষক ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী আফরোজা হেলেন।
এ ছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট রন্ধনবিদ ও স্বত্বাধিকারী,শেফ ও ফুড ফটোগ্রাফার, "সাইদাস কিচেন"দিল আফরোজ সাইদা। এসেসর,বিটিইবি, রন্ধনবিদ ও আফলাতুন নাহার কিচেনের কর্নধার আফলাতুন নাহার, রন্ধনবিদ জেবুন নেসা জেবা, বিশিষ্ট রন্ধনশিল্পী আঞ্জুমান্দ সেতু, রন্ধনশিল্পী ও নারী উদ্যোক্তা ফারজানা বাতেন, রন্ধনশিল্পী, টেলিভিশন উপস্থাপক ও উইমেন বাংলাদেশ ফাউন্ডেশনের মহাসচিব তানিয়া শারমিনসহ নারী অঙ্গনের বিশিষ্ট নারী।
‘উইমেন বাংলাদেশ’-এর পথচলা ২০০১ সাল থেকে। নারীর অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



























