বাজারে স্বস্তি আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। তিনি বলেন, “বাজারে যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি ঘটেছে তা মূলত সরবরাহ কেন্দ্রিক। সরবরাহ ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা রাতদিন কাজ করছি।”
বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকার কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে টিসিবি কর্তৃক সাশ্রয়ী মূল্যে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “বাজারে আলুর যে মূল্যস্ফীতি ঘটেছে তা সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা ন্যায্যমূল্যে টিসিবির মাধ্যমে আলু বিক্রি শুরু করেছি। টিসিবির ১ কোটি পরিবারের কার্যক্রম আরও বর্ধিত করার জন্য কাজ করা হচ্ছে।”
সেখ বশির উদ্দিন আরও বলেন, “যারা ভোগ্যপণ্য আমদানি এবং উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট তাদের পণ্য সরবরাহকে সহজ করার জন্য সবার সঙ্গে বৈঠক করছি। বিভিন্ন পণ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতায় আমদানি শুল্ক তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে আনা হয়েছে।”
বাণিজ্য উপদেষ্টা বলেন, “শুধু বাণিজ্য মন্ত্রণালয় নয় এ বিষয়ে কাজ করে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়। এই সব মন্ত্রণালয় ঘিরে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করেছি। প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টারা এ ব্যাপারে সংবেদনশীল। কিছু কিছু পণ্যে স্বস্তি আসতে শুরু করেছে, চিনি, ডিম, আলুতেও আসবে। এছাড়া তেল নিয়ে ব্যাপক ভাবে কাজ শুরু করেছি।”
 
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























