জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ আটজনকে আগামীকাল বুধবার (২০ নভেম্বর) হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিটর আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তার আগে এসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
সাবেক পুলিশ প্রধান ছাড়াও যাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে তারা হলেন- এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন।
এর আগে সোমবার (১৮ নভেম্বর) জুলাই-আগস্টে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও সাবেক একজন বিচারপতিসহ ১৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























