• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

শনিবার থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৪:৪৩ পিএম
শনিবার থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট শুরু

অবশেষে বাংলাদেশ-ভারতের মধ্যে আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর (শনিবার) থেকে ফ্লাইট শুরু করা যাবে বলে আশা প্রকাশ করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এর আগে দুই দফায় এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান চলাচলের তারিখ পেছায়।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘আশা করছি, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হবে। দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল করবে।’

এদিকে করোনায় স্বাস্থ্য প্রটোকলের শর্ত নিয়ে জটিলতা দেখা দেয়। এছাড়া এয়ারলাইনসগুলোর আপত্তি ছিল কিছু শর্ত নিয়ে।

এসব শর্ত প্রসঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘শর্ত কী থাকবে না থাকবে, সেটি একটি সার্কুলার দিয়ে জানানো হবে। আমরা আশা করছি, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতের মধ্যে সার্কুলার দিতে পারব।’

Link copied!