রাজধানী সাভারের নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার (৫ সেপ্টেম্বর) রাতে সাভারের নয়ারহাট বাজারে ১৯টি স্বর্ণের দোকান থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ লুট করে ডাকাত দল।
ব্যবসায়ীরা জানান, রোববার রাত দেড়টা থেকে দুইটার দিকে বংশী নদীতে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে ৭০ থেকে ৮০ জনের এক ডাকাত দল বাজারে প্রবেশ করে। এ সময় তারা বাজারের স্বর্ণপট্টিতে গিয়ে ব্যবসায়ী ও পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং মারধর করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্তের কাজও শুরু হয়েছে।”