গ্লাসগোতে অনুষ্ঠিতব্য ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৬) অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাজ্যের গ্লাসগোতে কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ)-২৬তম সম্মেলনে যোগদান শেষে লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে দ্বিপাক্ষিক সফরে ফ্রান্স যাবেন তিনি।
এর আগে রোববার (৩১ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২১০২ ভিভিআইপি ফ্লাইটে গ্লাসগোর উদ্দেশে ঢাকা ছাড়েন শেখ হাসিনা।
এছাড়া প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। ফ্লাইটটির স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রী ‘ইউনেস্কো-বাংলাদেশ, সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ ও ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন।
আগামী ১৩ নভেম্বর ঢাকার উদ্দেশে প্যারিস ত্যাগ করবেন প্রধানমন্ত্রী এবং ১৪ নভেম্বর সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























