• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

মেয়র তাপসের কুশপুত্তলিকা দাহ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ০৫:৩৫ পিএম
মেয়র তাপসের কুশপুত্তলিকা দাহ

রাজধানীর পুরান ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ পুরান ঢাকাবাসী’ ব্যানারে পুরান ঢাকার বিভিন্ন এলাকার মানুষের আয়োজনে মানববন্ধনে এ ঘটনা ঘটে।

এ সময় মানববন্ধনকারীরা বলেন, ‘‘করোনার মহামারিতে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়া মেনে নেওয়া যায় না। সরকারের কোটি কোটি টাকা বরাদ্দ থাকার পরও সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ায় আজ এই অবস্থা। শিশু-বৃদ্ধ সবাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এর দায় ব্যর্থ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নিতে হবে। কিন্তু এখনো তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।’’

এদিকে মানববন্ধনে অংশ নেওয়া পুরান ঢাকার বাসিন্দারা জানান, বর্তমানে রাজধানীর হাসপাতালগুলোয় একজন করোনা রোগী ভর্তি হলে তিনজন ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী। আমরা চাই, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বড় কথা না বলে কাজ করে দেখাক। আমরা কোনো দল-মতের পক্ষে নই। এছাড়া প্রধানমন্ত্রী সিটি করপোরেশনে যোগ্য প্রতিনিধি নিয়োগ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
 

Link copied!