• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

মাকে গলাকেটে হত্যা, ২ বছর পর ছেলে গ্রেপ্তার


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০৬:৪৬ পিএম
মাকে গলাকেটে হত্যা, ২ বছর পর ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যার এক বছর আট মাস পর গ্রেপ্তার হয়েছেন নাহিদ ইমরান নিয়ন (৩৬) নামের এক যুবক।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে গাজীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নিয়ন সিরাজগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্যামল কুমার দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে নিয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মামলার বরাদ দিয়ে ডিবির ওসি বলেন, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি মুজিব সড়কের নিজ বাড়ি থেকে রাশিদা খানম (৬৫) নামে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই নাহিদ ইমরান নিয়ন পলাতক ছিলেন। এদিকে এ ঘটনায় নিহতের ছোট ছেলে নাসির ইমরান নিশাদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২০ সালের ১২ জুলাই মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!