• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

মডেল পিয়াসার হাইকোর্টে জামিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৫:৪৯ পিএম
মডেল পিয়াসার হাইকোর্টে জামিন

আলোচিত কলেজছাত্রী মুনিয়া হত্যা মামলায় অন্যতম আসামি মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৫ মার্চ) রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ তাকে জামিন দেন।

এদিন আদালতে পিয়াসার পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক ও নোমান হোসাইন তালুকদার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে ২০২১ সালে পিয়াসাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এ বিষয়ে আইনজীবী নোমান হোসাইন তালুকদার বলেন, “মুনিয়া হত্যা মামলায় জামিনের এই আদেশের মাধ্যমে পিয়াসার মুক্তিতে আর কোনও বাধা রইলো না।”

এছাড়া তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে, সেটিতেও তিনি জামিনে রয়েছেন বলেও জানান এই আইনজীবী।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!