• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

বাড্ডায় নারীকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ১০:১৮ এএম
বাড্ডায় নারীকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১

রাজধানীর বাড্ডায় নিজ অ্যাপার্টমেন্টে আফরোজা সুলতানা নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে গ্রেপ্তার হওয়া আসামির নাম-পরিচয় জানায়নি পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, লুট করা স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের করে বিস্তারিত জানানো হবে।”

এর আগে রোববার (১৩ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকার একটি বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন সোমবার (১৪ মার্চ) বিকেলে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন নিহত আফরোজার ভাই আবদুল মজিদ।

এ নিয়ে পুলিশ জানায়, আফরোজা সুলতানা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। প্রায় ছয় বছর প্রেমের পর গত জানুয়ারিতে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে স্বামীর পরিবারের সঙ্গে ঝামেলা ছিল। সম্প্রতি তিনি কানাডায় যেতে চেয়েছিলেন। এর মধ্যেই তাকে গলা কেটে হত্যা করা হয়।

Link copied!