• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

বাংলাবাজার-শিমুলিয়ায় লঞ্চ বন্ধ ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২, ০৭:৫৫ পিএম
বাংলাবাজার-শিমুলিয়ায় লঞ্চ বন্ধ ঘোষণা

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌরুটে চলাচলরত লঞ্চগুলোকে নিরাপদে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।  কালবৈশাখীর আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো. ফরিদ হোসেন।

তিনি বলেন, “সন্ধ্যা ৭টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। যেকোনো সময় ঝড় শুরু হতে পারে এমন আশঙ্কায় নৌযান চলাচল বন্ধ করা হয়।”

শনিবার ঈদকে সামনে রেখে যাত্রীচাপ নিয়ন্ত্রণে ভোর সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করছে। সন্ধ্যা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে ঝড়ের ভাব বিরাজ করতে থাকায় দুর্ঘটনা এড়াতে নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে লঞ্চ চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!