ঘড়ির কাটা রাত ১২টা পার হওয়ার পর থেকেই বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে শুরু হয়েছে ইংরেজি নতুন বছরের উদযাপন। আতশবাজির ঝলক আর রঙবেরঙের আলোকছটায় ছেয়ে গেছে আকাশ।
থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে অনেক জায়গায় গান-বাজনার আয়োজনের সঙ্গে বিভিন্ন ধরেনের বাজি পুড়িয়ে উৎসবে মেতেছেন অনেকেই। আকাশে উড়েছে হাজার হাজার ফানুশ। আর সেখান থেকেই বেধেছে বিপত্তি।
এরই মধ্যে ঢাকার কয়েকটি এলাকায় ফানুশ থেকে অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা সেসব ছবি ও ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।
ফায়ার সার্ভিস জানায় রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি, যাত্রাবাড়ী, সহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বড় ধরনের অগ্নিকান্ড থেকে রেহাই পেতে সবাইকে ফানুশ ওড়ানো বন্ধের অনুরোধ করছেন ভুক্তভোগীরা। রাজধানী ঢাকার কলাবাগান থেকে আপেল মাহমুদ নামের এক ব্যক্তি ফেসবুকে তার বাসার পাশে ভয়াবহ আগুনের ভিডিও শেয়ার করেছেন। ফানুশ থেকেই এই আগুনের সূত্রপাত বলে দাবি করেছেন তিনি।
শনির আখড়াসহ পুরান ঢাকার আশেপাশের কিছু এলাকাতেও একই অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর অন্তত ১০টি স্থানে একই ধরনের আগুনের ঘটনা ঘটেছে। ফেসবুক আর ইউটিউবে ঘুরছে সেসব দুর্ঘটনার ভিডিও।