• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

মুরাদের বিরুদ্ধে ফের মামলার আবেদন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০২:৪৬ পিএম
মুরাদের বিরুদ্ধে ফের মামলার আবেদন
ফাইল ছবি

আবারও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমাকে নিয়ে অশ্লীল বক্তব্যের অভিযোগে এই মামলার আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৩ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে বাংলাদেশ ইয়ূথ ফোরামের নেতা মোহাম্মদ সাইদুর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন। 

এদিকে বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত বিকেল ৪টার দিকে এ বিষয়ে আদেশ দিবেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী আবু ইউসুফ সরকার।

এর আগে সদ্য বিদায়ী ২০২১ সালের ১২ ডিসেম্বর একই আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী মামলার আবেদন করেন। পরদিন আদালত তা খারিজের আদেশ দেন।

Link copied!