• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

প্রথম দিনে টিকা নিলেন ১৮৬ জন পরিবহন শ্রমিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০২:১৭ পিএম
প্রথম দিনে টিকা নিলেন ১৮৬ জন পরিবহন শ্রমিক

করোনা সংক্রমণ রোধে রাজধানীর পরিবহন শ্রমিকদের করোনা টিকা প্রদানের কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে প্রায় ১৮৬ জন পরিবহন শ্রমিক টিকা নিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। সকাল ৯টা ৫০ মিনিটে প্রথম টিকা দেওয়া হয় পরিবহন শ্রমিক রাজু হালদারকে। টিকা সেন্টারে প্রায় ১০০ জন শ্রমিক উপস্থিত রয়েছেন। বিআরটিএ ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালেও এই টিকাদান কর্মসূচি হবে। তবে রাজধানীর মহাখালীর পরিবর্তে ডিএনসিসির ডেডিকেটেড হাসপাতালে পরিবহন শ্রমিকদের টিকা কর্মসূচি চলবে।

ঢাকা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ঝুমানা আশরাফি জানান, যেসব শ্রমিকের এনআইডি কার্ড নেই, তাদের জন্মনিবন্ধনের মাধ্যমে করোনার টিকা দেওয়া হচ্ছে।বিআরটিএ ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। সব পরিবহন শ্রমিকেই টিকা প্রদান করা হবে।

Link copied!