পুরান ঢাকার জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৮:০৪ পিএম
পুরান ঢাকার জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার সুরিটোলার একটি চারতলা ভবনের তিনতলায় থাকা জুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

রোববার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোজিনা আক্তার বলেন, “বিকেল চারটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় একঘণ্টার চেষ্টায় তারা আগুন নেভাতে সক্ষম হন।”

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরও বলেন, “একজন কলারের মাধ্যমে তারা (ফায়ার সার্ভিস) জানতে পারেন চারতলা ভবনের তৃতীয় তলায় জুতার গোডাউনে আগুন লেগেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

বিস্তারিত তথ্য পরে জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Link copied!