নতুন বাইক পাচ্ছেন পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া সেই পাঠাও চালক শওকত আলম সোহেল। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন শওকত আলমকে নতুন মোটরসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দেন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, “আমাদের ফাউন্ডেশনের একটি প্রজেক্ট রয়েছে কর্জে হাসানা বা বিনা সুদে ঋণ বিতরণ। এজন্য আমরা বিভিন্ন পণ্য সমাজের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের দিই। পরে তারা নিজেদের সুবিধামতো তা কিস্তিতে পরিশোধ করেন। তবে ওই ব্যক্তির ভিডিও দেখে আমি বুঝেছি যে, আসলে তিনি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এ জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, তার ওই কর্জে হাসানা আমি নিজের পক্ষ থেকে দিয়ে দেব। আর ওনাকে উপহার হিসেবে একটি মোটরসাইকেল দেব।”
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন শওকত আলম সোহেল। ট্রাফিক পুলিশ তার মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে হতাশা ও ক্ষোভ থেকে তিনি এই ঘটনা ঘটান। পরে পুলিশ আগুন নিভিয়ে মোটরসাইকেলটি এবং তাকে থানায় নিয়ে যায়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়েও দেওয়া হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, শওকত ক্ষুব্ধ হয়ে রাস্তার ওপর নিজের মোটরসাইকেলে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। পথচারীরা আগুন নেভাতে চেষ্টা করলেও তিনি বাধা দিচ্ছেন। রাগে-ক্ষোভে জ্বলন্ত মোটরসাইকেলের দিকে হেলমেট ছুড়ে মারছেন।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “বাড্ডা লিংক রোডে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ওই চালকের কাগজপত্র দেখতে চাইলে তিনি মনের দুঃখে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ আগুন নিভিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। যদিও তাকে এরই মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।”