• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল পোড়ালেন চালক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০২:৫৯ পিএম

রাজধানীতে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে রাস্তায় নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের এক চালক।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা দিকে বাড্ডা লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, এক পাঠাও চালক ক্ষুব্ধ হয়ে রাস্তার ওপর নিজের মোটরসাইকেলে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। পথচারীরা আগুন নেভাতে চেষ্টা করলেও তিনি বাধা দিচ্ছেন। রাগে-ক্ষোভে জ্বলন্ত মোটরসাইকেলের দিকে হেলমেট ছুড়ে মারছেন।

ক্ষুব্ধ এই পাঠাও চালকের নাম শওকত আলম সোহেল। নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার কারণ জানতে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

জানা গেছে, শওকত আলীর ছোট্ট একটি দোকান ছিল। কিন্তু করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। পরে কয়েক মাস ধরে মোটরসাইকেলে রাইড শেয়ার করে সংসার চালাচ্ছিলেন তিনি।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড্ডা লিংক রোডে যাত্রীর অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় ট্রাফিক সার্জেন্ট এসে তাঁর কাগজপত্র নিয়ে যান। মামলা না দিতে অনুরোধ করে পুলিশের কাছে গাড়ির কাগজপত্র ফেরত চান তিনি। কাগজপত্র ফেরত না পেয়ে হতাশ হয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি সংবাদ প্রকাশকে বলেন, “বাড্ডা লিংক রোডে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ওই চালকের কাগজপত্র দেখতে চাইলে তিনি মনের দুঃখে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ আগুন নিভিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। যদিও তাকে এরই মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।”

Link copied!