• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

করোনায় মারা গেলেন সাবেক বিচারপতি ফজলুর রহমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ০৯:৪৫ এএম
করোনায় মারা গেলেন সাবেক বিচারপতি ফজলুর রহমান

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি এ কে এম ফজলুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ সাইফুর রহমান জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই এ কে এম ফজলুর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যুর খবর আসে।

বিচারপতি ফজলুর রহমানের জন্ম ১৯৪৬ সালের ১৫ জানুয়ারি। তার বাবার নাম সিরাজ উদ্দিন আহমেদ এবং মা জাহানারা বেগম। ১৯৬৯ সালে তিনি আইন পেশায় যুক্ত হন। ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি মুনসেফ হিসেবে যোগ দেন। এরপর ১৯৮৯ সালের ১৫ জুন জেলা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন।  ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান।

এদিকে বিচারপতি ফজলুর রহমানের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Link copied!