দেশে করোনায় শনাক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১০৫ ও নারী ৫৫ জন।
বাংলাদেশের ইতিহাসে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গতকাল রোববার (৪ জুলাই) ১৫৩ জনের মৃত্যু হয়েছিল। একই সময় নতুন শনাক্ত হয়েছে ৯৯৬৪। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
সোমবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে করোনায় বাংলাদেশের মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৫২২৯। মোট শনাক্ত ৯ লাখ ৫৪ হাজার ৮৮১। শনাক্তের হার ২৯.৩০ শতাংশ।