• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

‘ওমিক্রন’ প্রতিরোধে জরুরি বৈঠক মঙ্গলবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০২:৪৯ পিএম
‘ওমিক্রন’ প্রতিরোধে জরুরি বৈঠক মঙ্গলবার

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ প্রতিরোধে করণীয় নির্ধারণে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী মঙ্গলবার (৩০ নভেম্বর) বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রোববার (২৮ নভেম্বর) দুপুরে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

বার্তাটিতে বলা হয়, শনিবার (২৭ নভেম্বর) সরকারি প্রোগ্রামের জন্য সুইজ্যারল্যান্ডের পথে রওনা দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে মাঝপথ দুবাই থেকে রাত ১১টায় দেশে ফিরেছেন। ওমিক্রন মোকাবিলা করার বিষয়টি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী।

বার্তাটিতে আরও বলা হয়েছে, বৈঠক শেষে সেদিনই মিডিয়া ব্রিফ করে স্বাস্থ্যখাতের প্রস্তুতির তথ্য দেশবাসীকে জানানো হবে। 

ওমিক্রনের সংক্রমণ এড়াতে আফ্রিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধ করার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

Link copied!