ওমরাহ্‌ পালন করতে পারবেন বাংলাদেশিরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৯:১২ এএম
ওমরাহ্‌ পালন করতে পারবেন বাংলাদেশিরা

করোনা টিকার দুই ডোজ নিয়ে ওমরাহ্‌ পালনের অনুমতি পেয়েছেন বাংলাদেশিরা। আগামী ১০ আগস্ট থেকে বাংলাদেশিরা ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।

রোববার (১ আগস্ট) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, ১ আগস্ট থেকে প্রতিদিন ২০ হাজারের বেশি মুসল্লি ওমরাহ করবেন। তবে আপাতত কয়েকটি দেশের মুসল্লিরা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান এবং লেবানন।

বিদেশি হজযাত্রীরা ওমরাহ প্যাকেজ বুক করার জন্য নির্ভরযোগ্য ৩০টি ওয়েবসাইট প্ল্যাটফর্মের মাধ্যমে  টাকা জমা দিতে পারবেন বলে জানিয়েছে হজ ও ওমরাহ জাতীয় কমিটি। ওমরাহ পালনকারীদের অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা ও সৌদি সরকারের প্রোটোকল মানতে হবে।

এদিকে ইতোমধ্যে প্রায় ৫ শতাধিক ওমরাহ সার্ভিস কোম্পানি এবং ৬ হাজারের বেশি বিদেশি ওমরাহ এজেন্ট ভ্যাকসিন গ্রহণ করা বিদেশি হজযাত্রীরা ওমরাহ্ পালনের জন্য প্রস্তুতি শুরু করেছেন।

করোনার মহামারিতে প্রায় দেড় বছর ওমরাহ পালন করতে পারেনি বাংলাদেশিরা। সৌদি সরকারের নিষেধাজ্ঞার মুখে বিশ্বের মুসলিমরা ওমরাহ পালন করা থেকে বঞ্চিত ছিলেন।

তবে করোনা পরিস্থিতি সহনীয় থাকায় এ বছর স্বাস্থ্যবিধি মেনে ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি সুষ্ঠুভাবে হজ সম্পাদন সম্পন্ন করেছেন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, যেসব দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং করোনা মোকাবেলায় সংশ্লিষ্ট দেশগুলোর সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন বলে প্রতীয়মান হচ্ছে প্রাথমিকভাবে সেই সব দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ওমরাহ করার সুযোগ পাচ্ছেন।

Link copied!