• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

এলপিজির নতুন দাম জানা যাবে কাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৭:২৭ পিএম
এলপিজির নতুন দাম জানা যাবে কাল
ছবি: সংগৃহীত

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির মূল্য বাড়বে না কমবে তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। এ সময় চলতি মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যারামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্য সমন্বয়ক সম্পর্কে বৃহস্পতিবার দুপুর ১২টায় বিইআরসির নির্দেশনায় এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

এতে আরো বলা হয়, টানা দ্বিতীয় মাসে এলপিজির দাম কমিয়েছে ভারত। দেশটিতে ১৯ কেজির সিলিন্ডার প্রতি কমানো হয়েছে ৯১ দশমিক ৫০ রুপি। বছরের শুরুতে দিল্লিতে দুই হাজার ১০১ রুপি থেকে কমে জানুয়ারিতে এলিপিজির দাম হয়েছিল এক হাজার ৯৯৮ রুপি। ফেব্রুয়ারিতে আরও কমে এক হাজার ৯০৭ রুপিতে দাঁড়িয়েছে এলপিজির দাম।

এর আগে বছরের শুরুতেই দেশে এলপিজি গ্যাসের দাম ৫০ টাকা কমানো হয়। এক হাজার ২২৮ টাকা থেকে কমে জানুয়ারিতে এক হাজার ১৭৮ টাকা করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!