• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

অনলাইনে বিমানের টিকিট বিক্রি বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৯:০৭ এএম
অনলাইনে বিমানের টিকিট বিক্রি বন্ধ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অনলাইনে টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বুধবার (১১ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার (১০ আগস্ট) থেকে এ সেবা বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে বিমানের বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস দেশীয় সার্ভিস প্রোভাইডারদের উৎসাহিত করতে ২০১৯ সালে একটি প্রতিষ্ঠানকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে (এমওইউ) সাময়িকভাবে অনলাইন প্ল্যাটফর্মের টিকিট বিক্রয়ের দায়িত্ব দেয়। সম্প্রতি তা পরিবর্তন করা হয়েছে। বিমানের যাত্রী ও অংশীজনসহ দেশবাসীর মনে বিভ্রান্তি দূরীকরণার্থে জানানো যাচ্ছে যে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিশ্ব স্বীকৃত সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে শিগগির উন্নত অনলাইন সেবা নিশ্চিত করবে।

এদিকে বিমানের সব দেশি-বিদেশি সেলস অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্সি ও বিমান কল সেন্টারের মাধ্যমে বিমানের সব রুটের টিকিট ক্রয়, পরিবর্তন ও ফেরত প্রদানের চলমান প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Link copied!